The news is by your side.

ভূমিকম্পে  তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ২৯ হাজার ১১৭

0 117

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে।

বাংলাদেশ সময় রোরবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ১১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ২৪ হাজার ৬১৭ এবং সিরিয়ায় ৪ হাজার ৫০০ জন।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন।

এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তবে, তাদের বেঁচে থাকাটা ক্ষীণ। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের ছয় দিন পরও অলৌকিকভাবে বেঁচে থাকাদের সন্ধান পাচ্ছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.