দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে।
রোববার শহরটিতে ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ।
ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলেও জানায় যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ।
এতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক শহর জোহানেসবার্গের গুতেং প্রদেশের ভবনগুলো কেঁপে উঠে এবং প্রায় সব বাসিন্দাই কম্পন টের পান।
এরপর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন। তাতে দেখা যায়, প্রদেশের কয়েকটি ভবনে সামান্য ফাটল ধরেছে।
নিরাপত্তা ঝুঁকি এবং বিপর্যয় ব্যবস্থাপনার পরামর্শক সংস্থা ক্রাইসিস২৪ জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বড় কোনো ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৬৯ সালে। ওই বছর ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ওয়েস্টার্ন কেপ প্রদেশে আঘাত হানে । এরপর ২০১৪ সালে জোহানেসবার্গের একটি স্বর্ণ খনি সমৃদ্ধ শহরে ৫ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প আঘাত হানে।