The news is by your side.

ভীত হয়ে দমন-পীড়ন করছে সরকার: মির্জা ফখরুল

0 189

ভীত হয়ে বিএনপির সভা-সমাবেশে হামলা করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

জ্বালানি তেল, দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় দুই নেতার নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সারাদেশে ২২ আগস্ট থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি চলছে বিএনপির।

মির্জা ফখরুল বলেন, ‘এই কর্মসূচি জনগণের মধ্যে অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে এর প্রতিবাদ জানাতে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নেমে এসেছে।’

মির্জা ফখরুল আরও বলেন, জনগণের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে। সরকার খালেদা জিয়াকে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করে। তাই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছেন না বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সমাবেশে পুলিশ নির্বাচারে গুলি করছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Leave A Reply

Your email address will not be published.