The news is by your side.

ভিশন  নিউজ ২৪ এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সময়ের প্রয়োজনে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

0 127

নিজস্ব প্রতিবেদক

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, সময়ের প্রয়োজনে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার অঙ্গীকার নিয়ে উদযাপিত হলো ভিশন  নিউজ ২৪ এর  অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী।

জাতীয় জাদুঘর প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির  সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ,  ভিশন  নিউজ২৪  এর সম্পাদক সুজন হালদারসহ দেশবরেণ্য  শিক্ষাবিদ, সংস্কৃতিজন এবং রাজনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাদুঘরের কবি সুফিয়া কামাল মিনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার প্রতিপাদ্য ছিল- রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমের ভূমিকা।

বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ ধ্বংস করতে নেমেছে স্বাধীনতা বিরোধী ও প্রতিক্রিয়াশীল বিএনপি-জামায়াত এবং দেশের বাইরে তাদের অর্থায়নকৃত প্রতিনিধিরা। এমন সময়ে আরো দৃঢ়তার সঙ্গে ও দৃপ্ত প্রত্যয়ে অনলাইন গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। তাহলে স্বাধীনতাবিরোধী ও প্রতিক্রিয়াশীলরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ ধ্বংস করতে পারবে না।

উদ্বোধনী বক্তৃতায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জিয়াউর রহমান, এরশাদ  এবং বেগম খালেদা জিয়ার  হাত ধরে দেশে রাজনৈতিক অপসংস্কৃতি চালু হয়। স্বাধীনতা বিরোধী অপশক্তি যে ধারায় এখনও রাজনীতি নামে ষড়যন্ত্র এবং অপতৎপরতা  চালাচ্ছে। আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুস্থ ধারার রাজনীতি চর্চার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি অনলাইন গণমাধ্যমের বিস্তৃতির কথা উল্লেখ করে শাহে আলম মুরাদ বলেন, সময়ের প্রয়োজনে এবং প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অনলাইন প্লাটফর্ম মূলধার গণমাধ্যমে পরিণত হয়েছে। সে কারণেই অনলাইন গণমাধ্যমের দায়িত্ব আরো বেশি বেড়েছে।

আলোচনায় অংশ নেন-  বিবিএস কেবলস লিমিটেড ও নাহি গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-  বুয়েটের সোহরাওয়ার্দী হলের সাবেক ভিপি  ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম,  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানী বাবলু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন।

স্বাগত বক্তৃতা করেন ভিশন  নিউজ ২৪ নির্বাহী সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

পরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী  টুইংক  ক্যারলের নেতৃত্বে ডান্সপিয়ারেশন নৃত্য দল, নৃত্য পরিবেশন করে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পারফর্মিং আর্ট এর উপর তিনজন শিল্পীকে পুরস্কার প্রদান করা হয়।

পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.