The news is by your side.

‘ভিলেন যুগ শেষ করে এখন রোমান্সের যুগে ঢুকে পড়েছি’

0 132

 

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বর্তমানে বলিউডেও চুটিয়ে কাজ করছেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার সঙ্গে জড়িয়েছে এই দক্ষিণী সুন্দরীর। তবে চলতি বছরের শুরুতে খল অভিনেতা বিজয় ভার্মাকে চুম্বন করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তারপরও থেকেই তাদের চুপিসারে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

শুরুতে মুখ না খুললেও তারা তাদের সম্পর্কের কথা কিছুদিন আগেই মেনে নিয়েছেন। তবে এটা ঘটেছে ঠিক তাদের লেটেস্ট কাজ ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তি পাওয়ার একদম আগে আগে। এই সিরিজেই তারা প্রথমবার একসঙ্গে কাজ করেছেন।

কিন্তু এভাবে ওয়েবসিরিজ মুক্তির ঠিক আগে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করার বিষয়টিকে অনেকেই বাঁকা চোখে দেখেছিলেন। অনেকেরই ধারণা, এটা সম্পূর্ণভাবে একটা স্ট্যান্টবাজি। ছবি প্রচারের জন্য তারা এই কাজটি করেছেন।

তবে এবার সম্পর্কের বিষয় আরও স্পষ্ট করে স্বীকার করলেন বিজয় ভার্মা।

কিছুদিন আগে তামান্না বিজয়কে তার ভালো থাকার ঠিকানা বলে জানান। এবার তার উত্তর বিজয় বলেন, তামান্না কেবল তার ভালো থাকা নন। তিনি অভিনেত্রীকে পাগলের মতো ভালোবাসেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় বলেন, আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে। প্রচণ্ড ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোমান্সের যুগে ঢুকে পড়েছি।

Leave A Reply

Your email address will not be published.