৭০ বছর বয়সে পা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ১৯৫২ সালের এদিন জন্ম নেন তিনি।
রাশিয়ার গণমাধ্যম মস্কো টাইমস জানিয়েছে, অন্য সময় পুতিন তার জন্মদিন পালন করেন বিদেশে ঘুরতে যাওয়ার মাধ্যমে। তাছাড়া জন্মদিনে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে সাইবেরিয়ার পাহাড়ে চড়তে যান বা সেলিব্রেটিদের নিয়ে হকি খেলেন।
তবে এবারের জন্মদিনটি তিনি পালন করবেন কাজের মধ্যে। নিজের জন্মদিনের দিন সেন্ট পিটার্সবার্গে একটি আন্তর্জাতিক বৈঠকে অংশ নেবেন পুতিন।
রাশিয়ার অন্য কোনো স্থানে জাঁকজমকভাবে পুতিনের জন্মদিন পালন না হলেও চেচনিয়ায় তার জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন করেছেন অঞ্চলটির নেতা রমজান কাদিরভ।
মঙ্গলবার তিনি জানান, প্রেসিডেন্ট পুতিনের জন্মদিন উপলক্ষ্যে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা ও একটি জুডো কেন্দ্র উদ্বোধন করা হবে।