ভিডিও বার্তার জন্য ছোটবোন হিসেবে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর কাছে ক্ষমা চেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুক পেইজে পোস্ট দিয়ে দিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে মুন্নীর সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলেও জানান।
তৃতীয়পক্ষের কারণে বিষয়টি এতোদূর গড়িয়েছে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আশাকরি সবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল। ডিবি অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরা আমরাই খাবার টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি। তাপস ভাইয়া ও মুন্নি ভাবী প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি।
ফারজানা মুন্নীর নিকট ক্ষমা চেয়ে এই অপু বলেন, মুন্নী ভাবীর কাছে আমার অনুরোধ আপনিও আর মনে কিছু রাখবেন না, জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন।
সকলের অবগতির জন্য জানাচ্ছি, মুন্নী ভাবীর সঙ্গে আমার কোনও অভিযোগ বা মনোমালিন্য ছিলনা এবং এখনও নেই। আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি। আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গা এই শিল্পাঙ্গন।
সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে অপু বিশ্বাস বলেন, প্রিয় সাংবাদিক ভাই বোন ও আমার ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিষয়টি যেহেতু আমরা এখানেই শেষ করেছি, আপনারা আর এই বিষয়টি নিয়ে মন্তব্য করবেন না।