মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় আজিমপুর কবরস্থানে গিয়ে তারা এ শ্রদ্ধা জানান।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালো ব্যাজ বুকে ধারণ করে নীলক্ষেত বলাকা সিনেমা হলের সামনে থেকে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান নেতাকর্মীরা। সেখানে সকাল সাড়ে ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন জাতীয় নেতা ও কর্মীরা।
- Design