The news is by your side.

ভালো না করলেও দলের পাশে থাকবো : মাশরাফি

0 144

বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র কয়েকদিন। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপ দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। এর আগে বেশ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন।

তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভালো না করলেও দলের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

আজ মাশরাফির অফিসিয়াল পেজে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়। দেখেই বোঝা যাচ্ছে, বড় কোনো ভিডিওর এটি ট্রেইলার কেবল। ক্যাপশনেও লিখে দেওয়া আছে, আজ সন্ধ্যা ৬টায় বিস্তারিত জানা যাবে।

সংক্ষিপ্ত ওই ভিডিও মাশরাফি বলেন, ‘আমি অবশ্যই আশা করছি, এই দল বিশ্বকাপে ভালো করবে কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রোল করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কাম অন টাইগার, বিশ্বকে দেখিয়ে দাও তোমরা কতটা ভালো।’

 

Leave A Reply

Your email address will not be published.