The news is by your side.

ভালোবাসা দিবসের আগে প্রেমে পড়েছেন কঙ্গনা!

0 119

অনেক বছর হলো প্রেম থেকে নিজেকে দূরেই রাখেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিশেষ করে হৃতিক রোশনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে প্রেম নিয়ে কঙ্গনার এই সিদ্ধান্ত। হঠাৎ প্রেমের স্তুতি গাইলেন অভিনেত্রী, তাও আবার ভালোবাসা দিবসের আগের দিন। তবে কি আবার প্রেমে পড়েছেন কঙ্গনা?
ভালোবাসা দিবসের একদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে সদগুরুর একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। ওই ভিডিওতে আধ্যাত্মিক আঙ্গিকে প্রেমের বিষয়ে কথা বলেছেন সদগুরু। তাকে বলতে শোনা যায়, ‘প্রেম অত্যন্ত নিঃস্বার্থভাবে কাউকে চাওয়ার অন্য নাম। নিজের আমিত্ব হারিয়ে অন্য এক মানুষের মাধ্যমে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার নামই প্রেম।’
সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা লেখেন— ‘প্রেমে পড়ুন… না পড়লে ওঠার আনন্দ কখনো পাবেন না!’
কঙ্গনার এমন পোস্ট দেখে অবাক হয়েছেন অনেকেই। যিনি কিনা বিতর্কিত মন্তব্যের জন্য খবরে থাকেন তার গলায় এমন নরম সুর, তা আশা করেননি অনেকেই। তাদের কৌতূহল— ‘তবে কি প্রেম দিবসের আগেই প্রেমে পড়লেন কঙ্গনা?’

Leave A Reply

Your email address will not be published.