সুজন হালদার
১৮ অক্টোবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন।
১৮ অক্টোবর ১৯৬৪। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিবারে নতুন সদস্যের জন্ম হয়। শেখ রাসেল।
বাবা মা আর বড় বোন হাসু আপার স্নেহে শৈশবের দুরন্ত সময় পার করে স্বপ্ন দেখে বেড়ে ওঠার, বড় হওয়ার।
বাইসাইকেলে চড়ে – ধানমন্ডি লেকে ঘুরতে ঘুরতে; বন্ধুদের আড্ডায় কিংবা বাবার সঙ্গে পথ চলতে চলতে অজান্তেই মানুষের প্রতি ভালবাসা জন্ম নেয় শেখ রাসেলের মনে।সিক্ত হন মানুষের ভালোবাসায়। বাবার মতো রাসেলও স্বপ্ন দেখে, মানুষকে স্বপ্ন দেখায়- মাথা উঁচু করে বাঁচ বার, নিজের মতো করে বেড়ে উঠবার।
১৫ আগস্ট ১৯৭৫, স্বপ্নভঙ্গ হয় শিশু রাসেলের। শুধু রাসেলের স্বপ্নভঙ্গ নয়, স্বপ্ন ও ভালোবাসার প্রতিশ্রুতি শেখ রাসেলকেও জীবন দিতে হয় ঘাতকের বুলেটে।
ঘাতকরা চেয়েছিল ইতিহাস থেকে, জাতির মনন থেকে রাসেল নামক প্রিয়
শব্দটি মুছে ফেলতে। ঘাতকরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করতে সক্ষম হয়, সক্ষম হয় শিশু রাসেলকে হত্যা করতে। কিন্তু ব্যর্থ হয় ভালোবাসার প্রিয় বর্ণমালায় সাজানো শেখ রাসেল নামক প্রিয় শব্দটি ইতিহাস থেকে মুছে ফেলতে।
আজকের দিনটি আরো অনেক আনন্দে হতে পারতো, যদি জন্মদিনে শেখ রাসেল বেঁচে থাকতেন।
রাসেল নেই, হ্যা, মেনে নিতে কষ্ট হলেও, এ কথা সত্য রাসেল নেই। কিন্তু রাসেলের স্বপ্ন আছে, ভালোবাসা আছে, যে ভালবাসায় স্বপ্ন বুনছে আজ ও আগামী দিনের শিশুরা।