বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানসহ আরো কয়েকজন ক্রিকেটার ভারত সফরে নাও যেতে পারেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান বিসিবি প্রধান ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও বলছেন, মেঘ এখনও কাটেনি। ভারত সফরে শুধু তামিম নন। আরও কিছু ক্রিকেটার নাও যেতে পারে। ভারতের মাটিতে টি-২০ এবং টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে পারেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে।
বিসিবি সভাপতি ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি হলফ করে বলতে পারি, ওরা কয়েকজন ভারত সফরে যাবে না। আর আমাদের যখন কিছুই করার থাকবে না, তখন ওরা বিষয়টি আমাদের জানাবে।’ সাকিবের ভারত সফরে যাওয়া না যাওয়া নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি ঠিক জানি না। সাকিবকে আজ আলোচনার জন্য ডেকেছি। দেখি সে কী বলে। তবে শুধু সাকিব নয়, আরও ক’জনকে নিয়ে বলছি। আমার কাছে তথ্য আছে যে, অন্যরাও ভারত সফরে না যেতে পারে।’
যদি শেষ মুহূর্তে কয়েকজন বলে যে সত্যি সত্যি তারা যাবে না ভারত সফরে। তখন কি করবেন বিসিবি সভাপতি? এ নিয়ে কিছুটা অসহায়ত্বও প্রকাশ করতে দেখা গেছে তাকে। তিনি বলেন, ‘এখন তো ঘুরে গেছে পরিস্থিতি। ওরা হয়তো ভাবেনি, এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে। আমি কোনো বিশ্বস্ত সূত্র থেকে শুনে বলছি না। তবু ৩০ তারিখ যদি ওরা বলে যাবে না, তখন কী করব? তখন তো পুরো কম্বিনেশন বদলাতে হবে। আমি তখন অধিনায়ক কোথায় পাব! এদের নিয়ে আমি কী করব বলেন?’