The news is by your side.

 ‘ভারত জোড়ো যাত্রা’: নিরাপত্তা বলয় ভেঙে রাহুলকে আলিঙ্গন যুবকের!

0 105

 

‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন মঙ্গলবার  নিরাপত্তাবেষ্টনী ভেঙে রাহুল গান্ধীকে আলিঙ্গন করলেন এক যুবক। এমনটা ঘটেছে পঞ্জাবের হোশিয়ারপুরে। সঙ্গে সঙ্গে ওই যুবককে সরান নিরাপত্তা কর্মী এবং কংগ্রেস কর্মীরা। তবে এ জন্য রাহুলের হাঁটা বন্ধ হয়নি। এই ঘটনায় রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস।

গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে একাধিক বার রাহুলের নিরাপত্তাবলয় ভেঙেছে বলে দাবি করেছে কংগ্রেস। এ জন্য রাহুলের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। যদিও কেন্দ্রের তরফে পাল্টা দাবি করা হয়েছে যে, ২০২০ সাল থেকে ১০০ বারেরও বেশি নিরাপত্তাবলয় নিজেই ভেঙেছেন রাহুল।

জেড প্লাস নিরাপত্তা পান কংগ্রেস সাংসদ। সর্বদা রাহুলকে ঘিরে থাকেন ৮-৯ জন কমান্ডো। পঞ্জাবে ভারত জোড়ো যাত্রা পৌঁছনোর পর রাহুলের নিরাপত্তা জোরদার করার কথা বলেছিল কংগ্রেস। পঞ্জাব থেকে এই যাত্রা পৌঁছবে জম্মু-কাশ্মীরে। চলতি বছরের ৩০ জানুয়ারি কংগ্রেসের এই কর্মসূচি শেষ হবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। কাশ্মীরে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচিতে সব জায়গায় রাহুলকে না হাঁটার পরামর্শ দিয়েছে নিরাপত্তা বাহিনী।

১২ জানুয়ারি কর্নাটকের হুবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েছিল ১১ বছরের এক কিশোর। হুবলিতে রোড শো করছিলেন মোদী। সেই সময়ই মালা হাতে আচমকা নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ে ওই কিশোর।

 

 

Leave A Reply

Your email address will not be published.