ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাশিবিরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনাসহ নিহত হয়েছে পাঁচজন। মৃতদের মধ্যে দুই জঙ্গি আছে বলে জানা গেছে।
ভারতের স্বাধীনতা দিবসের দিনকয়েক আগে জম্মু ও কাশ্মিরে বড়সড় হামলা সন্ত্রাসবাদীদের। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে রাজৌরির সেনাশিবির আক্রমণ করে সন্ত্রাসীরা।
দুইজন সন্ত্রাসী সেনা শিবিরে ঢুকে যায় এবং নির্বিচারে গুলি চালাতে থাকে। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়।
পুলিশের এডিজিপি মুকেশ সিং বলেছেন, সন্ত্রাসীরা সেনাশিবিরের তার পেরিয়ে ঢোকার চেষ্টা করেছিল। নিরাপত্তা রক্ষীরা তাদের দেখতে পায়। গুলি বিনিময় হয়।
জম্মুর রাজৌরি ও অন্য অঞ্চল আগে শান্ত ছিল। সন্ত্রাসী হামলা বেশি হয়নি। কিন্তু গত ছয় মাসে এই অঞ্চলে একের পর এক সন্ত্রাসী হামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা এই আক্রমণ চালিয়েছে। সম্প্রতি জম্মুতে পুলিশ লস্করের একটি ঘাঁটি ধ্বংস করেছে এবং তালিব হুসেন নামে এক সাবেক বিজেপি নেতাকে ধরেছে। বিজেপি-র সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই।
পুলিশের দাবি, এই অঞ্চলে একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে এই সন্ত্রাসবাদী যুক্ত। তার কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।