The news is by your side.

ভারত ও চীন সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখতে দুই দেশ প্রতিজ্ঞাবদ্ধ

ভারতের সঙ্গে এক হয়ে কাজ করতে প্রস্তুত, যাতে ভারত ও চীনের সম্পর্ক ক্রমে উন্নত হয়:  চীনের পররাষ্ট্রমন্ত্রী

0 120

ভারতের সঙ্গে কূটনৈতিক ও সামরিক স্তরে তাঁর দেশের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বেইজিংয়ে ‘আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনের পররাষ্ট্রনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় রোববার তিনি এ কথা বলেন।

ওয়াং ই এমন সময় এসে এ কথা বললেন, যার দুই সপ্তাহ আগে পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে ভারত ও চীনের সেনাবাহিনী বিবাদে জড়িয়েছিল। দিন কয়েক আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকেও মোটামুটি এমন বার্তা দেওয়া হয়।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে ওয়াং ই বলেন, ‘ভারত ও চীন কূটনৈতিক এবং সামরিক স্তরে কথাবার্তা চালাচ্ছে। সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখতে দুই দেশ প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ভারতের সঙ্গে এক হয়ে কাজ করতে প্রস্তুত, যাতে ভারত ও চীনের সম্পর্ক ক্রমে উন্নত হয়।’

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছিল, দুই পক্ষ (ভারত-চীন) পশ্চিম সীমান্তে নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখার বিষয়ে একমত। ওয়াং ই তাঁর বক্তৃতায় শুধু ভারতের প্রসঙ্গেই কথা বলেননি, তিনি পাকিস্তানসহ গোটা বিশ্বের সঙ্গে চীনের সম্পর্ক, আন্তর্জাতিক সংঘাতগুলোর প্রেক্ষাপট নিয়েও কথা বলেন।

পাকিস্তান প্রসঙ্গে ওয়াং ই বলেন, ‘চীন ও পাকিস্তান সুদৃঢ়ভাবে পরস্পরকে সমর্থন দিয়েছে, যাতে তাদের কৌশলগত সহযোগিতা অক্ষুণ্ন থাকে এবং শক্তিশালী বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়।’

৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের কিছু সদস্য আহত হন বলে সরকারি সূত্র থেকে জানানো হয়।

২০২০ সালে উত্তর ভারতের লাদাখে চীন ও ভারতের সেনাসদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন। তবে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে দিল্লি ও বেইজিং ধারাবাহিকভাবে নানা স্তরে তাদের আলাপ-আলোচনা চলমান রেখেছে। এই ক্ষেত্রেও সেই ধারার ব্যত্যয় ঘটেনি বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

Leave A Reply

Your email address will not be published.