জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর দুইজন এবং পুলিশের একজন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তবে সন্ত্রাসীদের হতাহতের সংখ্যা জানা যায়নি।
আজ শুক্রবার এনডিটিভি জানায়,কোকারনাগের ঘন জঙ্গলে ‘সন্ত্রাসবিরোধী’যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ।
গত বুধবার ভোরে বন্দুকযুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের এই তিন কর্মকর্তা নিহত হন।
৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে যৌথবাহিনীর সংঘাত চলছে। বৃহস্পতিবার কোকারনাগের জঙ্গলে বন্দুকযুদ্ধে আরও দুইজন সৈনিক আহত হয়েছেন। এছাড়া একজন সৈনিক নিখোঁজ বলে জানা গেছে।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বুধবার জঙ্গিদের গুলিতে নিহতদের মধ্যে একজন কর্নেল, মেজর ও জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি রয়েছেন। তাদের মৃত্যুর পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে যৌথবাহিনী ফের অভিযান শুরু করে। যৌথবাহিনীকে লক্ষ্য করে অবিরাম গুলি চালায় সন্ত্রাসীরা। তাতে দুই সৈনিক আহত হন।
ভারতীয় নিরাপত্তাবাহিনী এই অভিযানে অত্যাধুনিক ড্রোন ও অস্ত্র ব্যবহার করছে ।