মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে না এমন অর্থপ্রদানের পদ্ধুতিতে সম্মত না হওয়া পর্যন্ত ভারতে সামরিক খুচরা যন্ত্রাংশ এবং দুটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা সিস্টেম ব্যাটারি সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।
শুক্রবার এক প্রতিবেদনে এও তথ্য জানায় ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়, ২ বিলিয়ন ডলারের বেশি অস্ত্রের জন্য ভারতীয় অর্থপ্রদান প্রায় এক বছর ধরে আটকে আছে।
মার্কিন ডলার ব্যবহার করার জন্য ভারত নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে যখন রাশিয়া বিনিময় হারের অস্থিরতার কারণে রুপি নেওয়ার বিষয়ে সতর্ক।
কর্মকর্তারা বলেছেন, মাধ্যমিক নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগের কারণে ভারত মার্কিন ডলারে বিলটি নিষ্পত্তি করতে পারছে না। অন্যদিকে রাশিয়া বিনিময় হারের অস্থিরতার কারণে রুপি গ্রহণ করতে অনিচ্ছুক।