The news is by your side.

ভারতে মেয়েদের ঘাড়েই যত দোষ ! অঞ্জলির পাশে উরফি

0 208

 

 

মেয়েদের বিপদে আরেকটি মেয়েই পাশে এসে দাঁড়ায়, বাড়িয়ে দেয় সাহায‍্যের হাত। ঠিক যেমনটা অঞ্জলি অরোরার  জন‍্য করলেন উরফি জাভেদ । দুজনেই চরম বিতর্কিত। উঠতে বসতে ট্রোলড হন নেটদুনিয়ায়। কিন্তু অঞ্জলির দুঃসময়ে ট্রোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন উরফিই।

কিছুদিন আগেই পরপর দুটি এমএমএস ভাইরাল হয় নেটমাধ‍্যমে। দুটি ভিডিওতেই এক মহিলাকে আপত্তিকর অবস্থায় দেখা যায়, যা দেখে অনেকেই দাবি করেন তিনিই সোশ‍্যাল মিডিয়া তারকা অঞ্জলি অরোরা। যদিও তিনি নিজে এই অভিযোগ নস‍্যাৎ করে দিয়েছিলেন। সঙ্গে দাবি করেছিলেন যে তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই এসব করা হচ্ছে।

এবার তিনি পাশে পেলেন উরফিকে। প্রাক্তন বিগ বস প্রতিযোগী মন্তব‍্য করেন, ভিডিওতে যদি ওই মহিলা অঞ্জলি হয়েও থাকেন, তিনি নিশ্চয়ই চাননি যে ভিডিওটি সর্বসমক্ষে চলে আসুক, এভাবে ছড়িয়ে পড়ুক। অঞ্জলি যদি স্বেচ্ছায়ও হস্তমৈথুন বা সঙ্গম করার সময়ে ভিডিও রেকর্ড করেন আর সেটা ফাঁস হয়ে যায়, তাহলেও তিনি ভিক্টিম হন।

অঞ্জলির মানসিক পরিস্থিতি অনুধাবন করে অনুকম্পাও দেখিয়েছেন উরফি। তাঁর কথায়, ব‍্যক্তিগত ছবি, ভিডিও ফাঁস হয়ে গেলে মানুষকে পদে পদে হেনস্থা হতে হয়‌। ক্রমাগত সমালোচনা, কটুক্তিতে অন্তর থেকে নগ্ন মনে হতে থাকে। অঞ্জলি খুব কঠিন পরিস্থিতির মধ‍্যে দিয়ে যাচ্ছেন বলে মন্তব‍্য করেন উরফি।

অঞ্জলির প্রতি উরফির পরামর্শ, বিষয়টা নিয়ে মৌনতা অবলম্বন করাই ভাল। কারণ আগামী দু বছরের মধ‍্যে এটা সবাই ভুলে যাবে। সেই সঙ্গে ট্রোলারদের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন অঞ্জলি। তাঁর দাবি, ভারতে সবসময় নির্যাতিতা মহিলাদের উপরেই যত দোষ দেওয়া হয়। তাদের ডাইনি বানানো হয়। নিজের পোশাক পছন্দের জন‍্য প্রতিনিয়ত ট্রোল হন উরফিও। তবে পালটা কটাক্ষ ছুঁড়তেও ভোলেন না তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.