The news is by your side.

ভারতে বিশ্বকাপ খেলতে সরকারের কাছে লিখিত আবেদন পিসিবির

0 119

 

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘ চার বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের মহাযজ্ঞ। ভারতে বসতে যাওয়া টুর্নামেন্টটির ১৩তম আসর পর্দায় উঠতে বাকি আর মাত্র ৯৫ দিন।

পাকিস্তানের বিভিন্ন ইস্যুতে বিশ্বকাপ সূচি ঘোষণাতে দেরি হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। শেষ পর্যন্ত পাকিস্তানের গ্রুপপর্বের ৯ ম্যাচের জন্য  ৫টি ভেন্যু নির্ধারণ করেছে আইসিসি ও বিসিসিআই। ভেন্যুগুলো পরিদর্শনের জন্য নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি দল পাঠানোর কথা রয়েছে পাকিস্তানের।

তবুও এখন পর্যন্ত বাবর আজমদের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

যে কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য অনুমতি চেয়ে সরকারের কাছে লিখিত আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটে এমনটি জানিয়েছেন পিসিবির এক কর্মকর্তা।

পিসিবির ওই কর্মকর্তা বলেছেন, গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে আমাদের অভিভাবক, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছি। সঙ্গে আন্তপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়, পররাষ্ট্র ও গৃহ মন্ত্রণালয়েও চিঠির কপি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেছেন, ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।

৬ অক্টোবর বাছাইপর্ব থেকে উঠে আসা চ্যাম্পিয়ন দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ১৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাবর আজমরা।

 

Leave A Reply

Your email address will not be published.