এবার ভারতের মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন উঠে আসবে সেলুলয়েড পর্দায়। আর এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন আনুশকা শর্মা। শনিবার শুরু হবে বায়োপিকের শুটিং। প্রথম পর্বের শুটিং হবে ইডেনে। ইডেনের ২২ গজে বল হাতে দেখা যাবে বিরাট পত্নীকে।
২০১৭ সালে প্রথম ঝুলনের বায়োপিক হওয়ার কথা ঘোষণা হয়। সেই সময় ঝুলনের বায়োপিক করার কথা ঘোষণা করেন পরিচালক সুশান্ত ঘোষ। সিনেমার নাম ঠিক হয় ‘চাকদহ এক্সপ্রেস’। কিন্তু বিভিন্ন কারণে সেই প্রজেক্টের কাজ শুরু হয়নি। পরবর্তীতে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয় মুম্বাইয়ের এক নামি প্রযোজক সংস্থা।
প্রথমে ঝুলনের চরিত্রে বাণী কাপুরকে পছন্দ করেন পরিচালক সুশান্ত ঘোষ। শোনা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও নাকি আলোচনা হয়। তবে নামি প্রযোজক সংস্থা প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাদের পছন্দের তালিকায় প্রথম নাম ছিল আনুশকা শর্মা।
গবেষণার পর স্ক্রিপ্ট তৈরির কাজে মনোনিবেশ করেন সুশান্ত। কিন্তু এক অজ্ঞাত কারণে এই প্রজেক্ট থেকে পরবর্তী সময়ে নিজেকে সরিয়ে নেন পরিচালক সুশান্ত ঘোষ। ২০১৭ সালে নাকি সুশান্ত ঘোষকে বাদ দিয়ে প্রযোজক সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় মুম্বাইয়ে। পরবর্তীতে থমকে যায় ঝুলনের বায়োপিক শুরুর কাজ।
অবশেষে সেই বায়োপিক এর কাজ শুরু হচ্ছে। প্রযোজক সংস্থার পছন্দ অনুযায়ী ঝুলনের চরিত্রে বাছা হয়েছে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডিকে।
অভিনেত্রীর পাশাপাশি ছবির পরিচালকেও পরিবর্তন হয়েছে। কথা ছিল, সুশান্ত দাস ছবিটি পরিচালনা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি নাকি ছবির সঙ্গে যুক্ত নন। তাই গল্পে কতটা পরিবর্তন আসবে, তা জানার এখনো কোনো উপায় নেই। অনুশীলনে ঝুলনের পাশাপাশি বিরাট কোহলিও গাইড করবেন কি না, এই প্রসঙ্গে আনুশকা বলেন, ‘বিরাটের কাছেই সিনেমাটি করার সাহস পেয়েছি। সিনেমার প্রস্তাব যখন আসে, তখন দ্বিধায় ছিলাম। বায়োপিকে অভিনয় করাটা আমার কাছে কঠিন মনে হয়। বিরাট এই বিষয়ে অনেক অনুপ্রেরণা দিয়েছে। মাঠে প্র্যাকটিসের সময় বিরাট থাকবে কি না, জানি না। তবে থাকতেও পারে। সেটি সময় হলেই দেখা যাবে।’