The news is by your side.

ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয় বাংলাদেশের মেয়েদের

0 105

 

এশিয়ার পরাশক্তি ভারতের মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশ। তবুও ঘরের মাঠে শেষ পর্যন্ত সিরিজ হারের আক্ষেপে পুড়তে হয়েছিল টাইগ্রেসদের। এবার ওয়ানডে সিরিজে শুরুতেই দাপট দেখাল বাংলাদেশের মেয়েরা। বৃষ্টিবিঘ্নিত লো স্কোরিং এই ম্যাচে ৪০ রানের দাপুটে জয়ে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

রোববার (১৬ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে ম্যাচ বৃষ্টির কবলে পড়ায় খেলার দৈর্ঘ্য ৪৩ ওভারে নেমে আসে।

ব্যাট করতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৪ রানে দুই ব্যাটারকে হারায় তারা।

এরপর অধিনায়ক জ্যোতি ও ফারজানা হক মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৩ রানে ৬৫ বলে ২৭ রান করে আউট হন ফারজানা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন জ্যোতি। ৬৪ বলে ৩৯ রান করে আউট হন তিনি।

শেষ পর্যন্ত ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের পক্ষে আমাঞ্জত কর নেন ৪টি উইকেট।

এরপর ১৫৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে ৩৫.৫ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় ভারতের মেয়েরা। এতে প্রতিবেশী দেশটির বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেল লাল সবুজের দল।

১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে উইকেট হারায় ভারত। এরপর প্রিয়া পুনিয়া ও ইয়াস্তিকা ভাটিয়ে মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৩০ রানে ২৭ বলে ১০ রান করে আউট হন পুনিয়া।

এরপর ৩৭ থেকে ৬১ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারায় ভারত। জেমিমাহ রদ্রিগেজ ও দিপ্তি শর্মা মিলে পঞ্চম উইকেট জুটিতে ৩০ রান সংগ্রহ করেন।

তবে দলীয় ৯১ রানে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শেষ পর্যন্ত ৩৫ ওভার ৫ বলে ১১৩ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশের পক্ষে পেসার মারুফা আক্তার ৪টি ও রাবেয়া খান নেন ৩টি উইকেট।

এরপর ৩৭ থেকে ৬১ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারায় ভারত। জেমিমাহ রদ্রিগেজ ও দিপ্তি শর্মা মিলে পঞ্চম উইকেট জুটিতে ৩০ রান সংগ্রহ করেন।

তবে দলীয় ৯১ রানে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শেষ পর্যন্ত ৩৫ ওভার ৫ বলে ১১৩ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশের পক্ষে পেসার মারুফা আক্তার ৪টি ও রাবেয়া খান নেন ৩টি উইকেট।

Leave A Reply

Your email address will not be published.