The news is by your side.

ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আসছে টাইগারদের

0 225

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে সাকিব আল হাসানের দল। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

বিশ্বকাপের তৃতীয় রাউন্ড শেষে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারত। টানা তিন ম্যাচ জিতে উড়ছে রোহিত শর্মারা। প্রতিযোগিতায় ফিরতে ভারতের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশ কোচও এটা মেনে বলেছেন, ‘কালকের ম্যাচটাই আমাদের কাছে সব। আমরা এখন থেকে সব কটি ম্যাচ জেতার জন্য মুখিয়ে আছি।’

বোলিংয়ের প্রভাব বৃদ্ধির জন্য একাদশে পরিবর্তন আনার কথা ভাবছে বাংলাদেশ। খেলানো হতে পারে বাড়তি বোলারকে। টাইগার কোচ বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের কিছুটা ভিন্ন পরিকল্পনা আছে। উইকেট এবং প্রতিপক্ষ অনুযায়ী আমরা সম্ভাবত ভিন্ন কম্বিনেশন নিয়ে মাঠে নামব। এ ধরণের উইকেটে আদর্শ সমন্বয় করতে আমাদের একজন বাড়তি বোলার প্রয়োজন হবে।’

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাকিব না খেললে কপাল খুলবে শেখ মেহেদীর। ভারতের বিপক্ষে দু’জন বাঁহাতি স্পিনার থাকলে বোলিং পরিবর্তন করা সহজ হবে। কারণ, ভারতের ব্যাটিং লাইনআপের সেরা পাঁচ ব্যাটার ডানহাতি। স্পিন বিভাগ যেমনই হোক, পেস ইউনিটে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম থাকছেন।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে ভালো করার স্বার্থে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে একটি পরিবর্তন আনা হতে পারে। লিটন কুমার দাসের জুটি হতে পারেন মেহেদী হাসান মিরাজ বা নাজমুল হোসেন শান্ত। তরুণ তানজিদ হাসান তামিম টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়ায় তাঁকে একাদশে রাখার যৌক্তিকতা হারিয়েছে। বরং অভিজ্ঞ মাহমুদউল্লাহকে রেখে মিডলঅর্ডার থেকে একটি করে পজিশন নিচে আনা হলে ভালো করবে। এখানেই শেষ নয়, প্রতিপক্ষ ভারত হওয়ায় পেস ইউনিটে তানজিম হাসান সাকিবকে রাখার দাবি উঠেছিল টিম মিটিংয়ে। এ ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে আজ। এশিয়া কাপে ভারতকে ছয় রানে হারানোর নায়ক সাকিব আল হাসান হলেও পার্শ্বনায়ক ছিলেন তরুণ তানজিম সাকিব

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

Leave A Reply

Your email address will not be published.