ভারতের নতুন সংসদ ভবন আগামী ২৮ মে উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী রাজনৈতিক দলগুলো। তাঁরা বলছেন, প্রধানমন্ত্রী নয়, বরং রাষ্ট্রপতির উচিত এটি উদ্বোধন করা। রাহুলের প্রশ্ন, রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রীকে সম্মানিত করা হচ্ছে।
স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে নতুন ভবন উদ্বোধনের জন্য এরই মধ্যে আমন্ত্রণও জানিয়েছেন। শনিবার এটি জানানোর পরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে প্রশ্ন ছুড়তে থাকেন বিরোধীরা।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কার্যনির্বাহী প্রধান, আইনসভার নয়। তিনি কেন সংসদ উদ্বোধন করবেন?
রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত নতুন সংসদ ভবনটি ত্রিভুজাকার নকশার আকর্ষণীয় চার তলা ভবন। উভয় কক্ষের যৌথ অধিবেশনে সংসদে ১ হাজার ২৮০ জন সদস্য বসতে পারবেন।