The news is by your side.

ভারতীয় সিনেমা মানেই বক্ষযুগল আর নিতম্ব, পুরনো মন্তব্যে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা

0 120

 

 

প্রিয়াঙ্কা চোপড়া, ক্যারিয়ারের শুরু- ভারতীয় সিনেমার হাত ধরেই। বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিয়মিত অভিনয় করছেন হলিউডের সিনেমায়।

কিন্তু নিজ দেশের সিনেমাকে হেয় করে কথা বলে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। প্রিয়াঙ্কার এই মন্তব্য এখনকার নয়, বেশ পুরোনো।

২০১৬ সালে এমি অ্যাওয়ার্ডসে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তার কাছে ভারতীয় সিনেমা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘দেখুন, ভারতীয় সিনেমা মানেই বক্ষযুগল আর নিতম্ব।’ এরপরই নেচে দেখাতে থাকেন অভিনেত্রী। তার এই নাচ বেশ পছন্দ হয় উপস্থাপিকার।

নিজ দেশের সিনেমাকে নিয়ে প্রিয়াঙ্কার এমন মন্তব্যে খেপেছেন ভারতীয় নেটিজেনরা। পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হতেই অভিনেত্রীকে একহাত নিয়েছেন অনেকে।

প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত প্রথম আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’। এরপর  ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স’, ‘রেভোলিউশনস’ এবং ‘লাভ এগেইন’ এর মতো হলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। শেষবার তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ।

Leave A Reply

Your email address will not be published.