The news is by your side.

ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন নয়নতারা

0 120

নয়নতারা ২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাস্সিনাক্কারে’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন। এর গত দুই দশকে তামিল, তেলেগু, হিন্দিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নয়নতারাকে দেখা গেছে বাণিজ্যিক ও শৈল্পিক ঘরানার সিনেমায়। ব্যাপক জনপ্রিয়তার কারণে ভক্তরা তাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন।

চলতি বছর অন্যতম ব্যবসা সফল সিনেমার অংশ তিনি।  তার অভিনীত অ্যাট লি কুমারের সিনেমা ‘জওয়ান’ এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। তবে এটি ছাড়াও চলতি বছর ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন অভিনেত্রী।

ক্যারিয়ারের দুই দর্শক পূর্তি উপলক্ষ্যে এক পোস্টে নয়নতারা লিখেছেন, ‘আপনাদের কারণেই ২০ বছর পর এখনো টিকে আছি। আপনারাই আমার ক্যারিয়ারের হৃৎস্পন্দন, আমার চালিকাশক্তি; একটু ঝিমিয়ে পড়লে আপনাদের কারণেই আবার জেগে উঠি।’

ভক্তদের ধন্যবাদ জানিয়ে নয়নতারা আরও লিখেছেন, ‘আপনাদের ছাড়া আমার এই ফিল্মি ভ্রমণ সম্পন্ন হতো না। তাই কাছের ও দূরের আমার সব ভক্তই আমার জন্য বিশেষ কিছু। আপনাদের কারণেই সিনেমা কেবল সিনেমা থাকে না, জাদুকরি কিছু একটা হয়ে ওঠে।’

‘জওয়ান’ ছাড়াও চলতি বছর আরও দুটি দক্ষিণী সিনেমায় দেখা গেছে নয়নতারাকে। ২০২৪ সালেও মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.