The news is by your side.

বয়স বাড়ার সঙ্গে প্রেম বোঝার জন্য পরিণত ক্যাটরিনা!

0 112

 

মন ভেঙেছিল অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। রণবীর কপূরের সঙ্গে প্রেম ভাঙার পর একা থেকেছেন অভিনেত্রী। কিন্তু জীবনে প্রেমের সংজ্ঞা বদলে যায়নি। বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সুখে সংসার করছেন ক্যাটরিনা।

মন ভাঙার পরে কি প্রেমের সংজ্ঞা বদলে গিয়েছিল ক্যাটরিনার কাছে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছিলেন,  ‘‘ভালবাসা নিয়ে আমার মতামত কখনও বদলাবে না। আমার মনে হয়, প্রেম সম্পর্কে আমার ধারণা বা মতামত আগের থেকে পরিবুর্তিত ও উন্নত হয়েছে। নিঃস্বার্থ ভাবে সম্পর্কে থাকার উপায় আমি শিখেছি। সঙ্গীর স্বপ্ন ও এগিয়ে চলার পথে আরও বেশি করে পাশে দাঁড়াতে শিখেছি। বয়স বাড়ার সঙ্গে বোঝাপড়া বাড়ে। প্রেম নিয়ে আমার মতামত, নিষ্ঠা, বিশ্বাস— এ সব বদলাবে না।’’

ক্যাটরিনা মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেমকে বোঝার জন্যও তিনি পরিণত হয়েছেন। নিজের অভিজ্ঞতার থেকেই এই শিক্ষা অর্জন করেছেন তিনি। মন ভাঙলেই প্রেমের উপর থেকে বিশ্বাস উঠে যাবে, এমন তিনি মনে করেন না।

২০২০-র ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে চার হাত এক করেন ক্যাটরিনা। উদয়পুরে রাজকীয় বিয়ের আসর বসেছিল এই তারকা জুটির। তবে বিয়ের আগে পর্যন্ত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন দু’জনই। কর্ণ জোহরের শো ‘কফি উইথ কর্ণ’ থেকেই ক্যাটরিনা ও ভিকির প্রেমের সূত্রপাত।

উল্লেখ্য, ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে শ্রীরাম রাঘবন পরিচালিত ছবি ‘মেরি ক্রিসমাস’-এ। অন্য দিকে, ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। আগামীতে ভিকির হাতে রয়েছে ‘ব্যাড নিউজ়’। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।

 

Leave A Reply

Your email address will not be published.