ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রথম বাংলাদেশ সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় দুই দেশের মধ্যে বানিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের অর্থনীতিতে ব্রুনাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। ব্রুনাইয়ে পেশাদার ও দক্ষ মানবসম্পদসহ প্রয়োজনীয় কর্মী সরবরাহের জন্য বাংলাদেশ প্রস্তুত আছে বলেও জানান তিনি।
এ সময় সুলতান হাসানাল বলকিয়াহ ব্রুনাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কঠোর পরিশ্রমী এবং আন্তরিকতার প্রশংসা করেন।
রাজধানীর একটি হোলেটে ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে সাক্ষাৎকালে আবদুল মোমেনের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।