বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক শেষে এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
রোববার (১৬ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রুনাই দারুসসালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
তিন দিনের সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়া। এসময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ। তার সফরসঙ্গী হিসেবে এসেছেন দেশটির রাজপরিবারের সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপর্যায়ের কর্মকর্তারা।