The news is by your side.

ব্রিকসের ‘আমেরিকাবিরোধী নীতিতে’ যোগ দিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক: ট্রাম্পের  হুঁশিয়ারি

0 81

‘আমেরিকাবিরোধী নীতিতে’ ব্রিকসের সঙ্গে যুক্ত হলে যে কোনো দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ব্রিকস সদস্য দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ কড়া বার্তা দেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যে কোনো দেশ ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিতে নিজেদের যুক্ত করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম থাকবে না। সতর্ক থাকার জন্য ধন্যবাদ!’

এই মন্তব্যে ঠিক কোন নীতিকে ‘অ্যান্টি-আমেরিকান’ হিসেবে চিহ্নিত করছেন ট্রাম্প, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি তিনি। তবে, তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জল্পনা। ব্রিকস সম্প্রসারণ এবং তেল, মুদ্রা বা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করাই তার এই প্রতিক্রিয়ার কারণ কিনা সে বিষয়ে প্রশ্ন উঠছে।

২০০৯ সালে প্রথম ব্রিকস সম্মেলনে যোগ দেয় ব্রাজিল, রাশিয়া, ভারত ও চিন। পরে দক্ষিণ আফ্রিকাও যুক্ত হয়। গত বছর এই জোটে আরও ছয়টি দেশ হাত মেলায়। মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এই সম্প্রসারণকে আন্তর্জাতিক অর্থনীতিতে একটি বিকল্প শক্তি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়। কিন্তু ট্রাম্পের মতে, এই জোটের কিছু নীতি স্পষ্টভাবে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে।

 

Leave A Reply

Your email address will not be published.