ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের ইন্তেকাল করেন।
সোমবার সকাল ৯টায় জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সোমবার সকাল ৯টার দিকে ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান।
প্রধানমন্ত্রীর শোক
আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আর মামুন সরকারের অনবদ্য অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তার শোক বার্তায় বলেন, এমন একজন নিরহংকারী, সৎ রাজনীতিকের চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়।
ভিশন নিউজ ২৪ পরিবারের শোক
বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ভিশন নিউজ ২৪ পরিচালনা পরিষদ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুজন হালদার এক শোক বার্তায় বলেন- অনিয়ম ও ব্যবস্থাপনা ও দুর্নীতিতে গোটা সমাজ ব্যবস্থা যখন নিমজ্জিত, তখন আলো হাতে আধারের যাত্রী হয়ে পথ চলছিলেন জাতির এই সাহসী সন্তান।
এছাড়া আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।