The news is by your side.

ব্রার উপর হলুদ শার্ট, ‘শ্রদ্ধা’র খোলামেলা ছবি ভাইরাল

0 195

 

টুয়েলভথ ফেল সিনেমার মাধ্যমেই জাতীয় ক্রাশ হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী মেধা শঙ্কর। এরমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে মেধার বেশ কয়েক বছর আগে পোস্ট করা কয়েকটি খোলামেলা ছবি। পর্দার মনোজের প্রেমিকা সাদামাটা শ্রদ্ধার সে ছবিতেই চোখ কপালে ভক্তদের।

মেধা শঙ্কর ওরফে টুয়েলভথ ফেল ছবির শ্রদ্ধা বেশ কয়েক বছর আগে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাকে ব্রার উপর একটি হলুদ শার্ট পরে থাকতে দেখা যাচ্ছে।

শার্টটি খোলা এবং তার কাঁধ থেকে খসে পড়ছে। নিচে পরে আছেন কালো প্যান্ট। মাটিতে বসে সূর্যের দিকে তাকিয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। সেগুলো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি আমার পাশে বসে সূর্যের সঙ্গে কথা বলছি।’

আর মেধার এই ছবিগুলো নিয়েই শুরু হয়েছে ট্রোল। আসলে টুয়েলভথ ফেল ছবিতে মেধাকে চুড়িদার পরে একেবারে অন্য রূপে দেখেছেন সকলে। তার চরিত্রটি ছবিতে যেভাবে তার প্রেমিককে সাহায্য করেছে সেটা দেখে অনেকেই তার মতোই প্রেমিকা চেয়েছেন মনে মনে। কিন্তু এ হেন মেধার এমন খোলামেলা পোশাক, এই লুক একেবারেই পছন্দ হয়নি ভক্তদের।

এক ব্যক্তি মেধার এই পোস্টে লেখেন, ‘আপনাকে কী ভেবে পছন্দ করা শুরু করেছিলাম, আর আপনি কী বেরোলেন।’ আরেকজন লেখেন, ‘টাকার কাছে সবাই বিকিয়ে যায়। আপনিই তার জ্বলন্ত প্রমাণ।’ কেউ আবার মজা করে লেখেন, ‘আরে চাপ নিও না বন্ধুরা, আমাদের মেধা বদলে গেছেন। এটা ওর পুরনো ছবি।’ কেউ আবার এত নেতিবাচক মন্তব্য দেখে রেগে গিয়েছেন।

টুয়েলভথ ফেল সিনেমায় আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে। বিক্রান্ত মাসের বিপরীতে অভিনয় করেছেন মেধা।

 

Leave A Reply

Your email address will not be published.