নিজের শেষ বিশ্বকাপ লিওনেল মেসির। আর্জেন্টাইন তারকার মতো স্পষ্ট না হলেও ব্রাজিল তারকা নেইমার জানিয়ে রেখেছেন তারও শেষ বিশ্বকাপ হয়ে যেতে পারে এবারের আসর।
নিজেদের শেষ বিশ্বকাপটা যে দু’জন শিরোপা জিতেই শেষ করতে চান।
বিশ্বকাপ শুরুর আগে এই দৌড়ে মেসি এগিয়ে রাখছেন তার পিএসজি সতীর্থকেই। জানালেন, ব্রাজিল এবারের বিশ্বকাপের ফেভারিট। বিশ্বকাপ শুরুর ঠিক আগে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, শুধু ব্রাজিল নয়, এবারের ফেভারিট ফ্রান্স আর ইংল্যান্ডও। তবে আর্জেন্টিনা ফেভারিট, এমনটা মোটেও মানছেন না রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী।
মেসির ভাষ্য, ‘যখনই আমরা বিশ্বকাপ জেতার দাবিদারের কথা বলি তখনই কিছু নাম আমাদের মাথায় আসে। বাকিদের তুলনায় আমি ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখব।’
যদিও সাবেক বার্সা অধিনায়ক এটাও জানালেন, যে-ই ফেভারিট থাকুক, বিশ্বকাপ জেতাটা মোটেও সহজ কাজ নয়। বললেন, ‘তবে বিশ্বকাপে সব দলই কঠিন। তাই কারও পক্ষেই জেতা সহজ হবে না।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে খেলবে মেসির দল। তার আগে দল নিয়ে বেশ সতর্কই শোনাল মেসিকে। দল নিয়ে আত্মবিশ্বাসী আছেন বটে, তবে ক্ষয়রোগের ভয় তো আর উড়িয়ে দেওয়া যায় না! তাই মেসি বেশ সাবধানেই পা ফেলতে চাইছেন। বললেন, ‘ভালো ভাবে বিশ্বকাপ শুরু করতে চাইছি। তা হলে পরে যে চ্যালেঞ্জ আসবে তার মোকাবিলা করতে সুবিধা হবে।’