গ্যালারিতে দর্শক, পুলিশের মারধরের ঘটনার ফল ভালো হবে না ব্রাজিল, আর্জেন্টিনা কারো জন্যই। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এর মধ্যেই কাজ শুরু করেছে। দুই দল ফিফার যে যে নিয়ম ভেঙেছে তার জন্য তাদের ঘরের মাঠের ম্যাচগুলোতে খেলতে হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে।
মঙ্গলবার রাতে মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি দর্শক গ্যালারিতে দুই দলের সমর্থকরা দাঙ্গা বাধিয়ে দিলে।
পুলিশ এরপর মারমুখি হয়ে ওঠে। তারা আর্জেন্টাইন সমর্থকদের বেদম মারধর শুরু করলে মাঠ থেকে খেলোয়াড়রা উঠে এর প্রতিবাদ জানান। তারা মূলত পুলিশকে নিরস্ত করতে চেয়েছিলেন। একপর্যায়ে লিওনেল মেসি দল নিয়ে মাঠ ছেড়ে যান।
নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পর শুরু হয় খেলা।
ফিফা এরই মধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এটা নিশ্চিত করে বলা যায় আর্জেন্টিনা ও ব্রাজিল দুই ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।‘ ফিফার শৃঙ্খলা বিধি ১৭ অনুচ্ছেদ অনুযায়ী মাঠের শৃঙ্খলা বজায় রাখতে না পারায় ব্রাজিল শাস্তির মুখে। আর আর্জেন্টিনা শাস্তির মুখে পড়ছে ‘দর্শকদের উৎপাত’ ও ‘দেরিতে খেলা শুরু’র দায়ে।
দুই ক্ষেত্রেই জরিমানার পাশাপাশি স্টেডিয়ামে পুরোপুরি বা আংশিক দর্শক নিষেধাজ্ঞার শাস্তি আসতে পারে।