The news is by your side.

ব্রাজিলের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ছিল: লুলা

0 108

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, তাঁর গোয়েন্দা সংস্থাগুলো ৮ জানুয়ারির দাঙ্গার ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। টিভি চ্যানেল গ্লোবোনিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এদিকে এ ঘটনার পর লুলার সরকার তাঁর নিরাপত্তার দল থেকে ১৩ জনকে বহিস্কার করেছে। ৮ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কট্টর সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ার একাধিক সরকারি ভবনে হানা দিয়ে তাণ্ডব চালিয়েছিল।

ব্রাজিলের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক লুলা সম্প্রতি বোলসোনারো সমর্থকদের দাঙ্গা রুখতে ব্যর্থ হওয়ায় সামরিক বাহিনীরও কড়া সমালোচনা করেছেন। সামরিক বাহিনী নিয়ে সমালোচনার মধ্যেই তিনি এবার গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা নিয়ে মুখ খুললেন। এ ছাড়া সাক্ষাৎকারে তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের অ্যামাজন রক্ষায় দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। লুলা বলেছেন, বিশ্বে মানব জাতি রক্ষায় জলবায়ু সমস্যা সমাধান করা প্রয়োজন এবং এ বিষয়ে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.