The news is by your side.

‘ব্যাচেলর’ মুক্তির ১৫ বছর পর বড় পর্দায় ফিরছেন অপি করিম

0 117

 

বহুল প্রতিক্ষিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’ আগামী মাসেই  ভারত ও বাংলাদেশের সিনেমা হলে আসছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ এর ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী ও প্রযোজনা করেছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ।

সিনেমাটি আগামী ফেব্রুয়ারিতে দুই দেশেই মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা। সম্প্রতি প্রকাশ হয়েছে এ সিনেমার ফার্স্ট লুক।

মায়ার জঞ্জাল-এর প্রযোজক জসিম আহমেদ বলেন, আগামী ২২ জানুয়ারি কেন্দ্রীয় গণগ্রন্থাগারে এর প্রদর্শনী হবে। এতে অংশ নিতে ঢাকায় আসবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী অভিনেতা পরিচালক ব্রাত্য বসু। ছবিটিতে দুজনই অভিনয় করেছেন।

এর আগে ২০২০ সালে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে আলোচিত মায়ার জঞ্জাল-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে।

একই বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৫তম আসরে এশিয়ান পারসপেকটিভ বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি। এ ছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসরের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমায় আমন্ত্রিত হয়ে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জেতে মায়ার জঞ্জাল।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরইমধ্যে এটি অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।

এ সিনেমায় ঢাকার অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী একসঙ্গে অভিনয় করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ মুক্তির ১৫ বছর পর ‘মায়ার জঞ্জাল’র মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম।

ছবিতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা। সিনেমায় অপির স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। আরও অভিনয় করেছেন ব্রাত্য রাসু, সোহেল মন্ডল, শাওলী চট্টোপাধ্যায় প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.