The news is by your side.

ব্যবসায়ী অশেষ সাজনানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোনালি সেয়গাল

0 141

সোনালি সেয়গাল। ‘পেয়ার কা পঞ্চনামা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

ক্যারিয়ারে যখন বৃহস্পতি তুঙ্গে তখনই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন কলকাতার এই তরুণী।

মুম্বাইয়ের ব্যবসায়ী অশেষ এল সাজনানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোনালি। বুধবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীর্ঘদিনের প্রেমিক অশেষ সাজনানির গলায় মালা পরান তিনি।

সোনালি ও সাজনানির বিয়ের অনুষ্ঠানের পর অভিনেত্রী ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবর ও শুকর (হাত ভাঁজ করা ইমোজি)। ধৈর্য্য ধারণ করুন। ‘

৫ বছর ধরে সাজনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনালি। বর পেশায় একজন হোটেল ব্যবসায়ী।

‘পেয়ার পঞ্চনামা ২ ’, ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো ছবিতে দেখা গেছে সোনালিকে।

মুক্তির অপেক্ষায় আছে তার ছবি ‘নুরানি চেহারা’। ছবিটিতে সোনালি ছাড়াও আর অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.