The news is by your side.

বোল্ড লুক চাবুক ফিগারে নেটপাড়ায় আগুন ধরালেন কোয়েল মল্লিক

0 137

কোয়েল মল্লিক। সিনে জগতে পা রাখার পর থেকে নিজের অভিনয় দক্ষতার গুনে মন জয় করে নিয়েছেন সকলের। রঞ্জিত মল্লিকের মেয়ে হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের অন্দরে।

লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। করোনাকালেই তিনি মা হয়েছেন তিনি। তারপরেও তাঁর চাবুক ফিগার স্বভাবতই তাক লাগায় নেটিজেনদের।

টলি কুইন কোয়েল মল্লিক। এই বয়সে এসেও তার রূপ হার মানায় অষ্টাদশীর যুবতীদের। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন।

‛নাটের গুরু’ সিনেমা দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে। তারপর থেকেই একের পর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন। লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। সম্প্রতি সেক্সী মাম্মা কোয়েল ধরা দিয়েছেন বোল্ড লুকে। যা দেখে রীতিমতো কুপোকাত ভক্তরা। একেবারে নতুনভাবে ধরা দিয়েছেন অভিনেত্রী।

কোয়েল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনটি ছবি। তার পরনে রয়েছে সবুজ রঙের থাই স্লিট গাউন। এক সাইড অফ সোল্ডার। সঙ্গে গোল্ডেন কালারের ইয়ার রিং ও আঙুলে গোল্ডেন আংটি।

পায়ে হাই হিল। চুলে বাধা পনিটেল। সোফায় বসে একেরপর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী। সবুজ রঙের এই গাউনে কোয়েলের নজরকাড়া লুক দেখে মুগ্ধ সাইবারবাসী। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛এস লাইফ গেট গ্রীনার’।

ছবি শেয়ার করতেই নেটিজেনদের ক্যাপশনে লিখেছেন যে, ‛হার্টএটাক হয়ে গেল’। আবার কেউ লিখেছেন ‛এভারগ্রীন অভিনেত্রী’। সবমিলিয়ে কোয়েলের এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.