The news is by your side.

বোল্ড লুকে অভিনেত্রী নেহা মালিক, সোশ্যাল মিডিয়ায় ঝলক!

0 164

 

নেহা মালিক। ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও তার ভালোই পরিচিতি রয়েছে।

ভোজপুরি সিনেমাতে কাজ করার পাশাপাশি একাধিক পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও দেখা মিলেছে তার। পাশাপাশি মডেলিং দুনিয়ার সাথেও যুক্ত তিনি। নেটিজেনদের মাঝেও থেকে থেকেই চর্চিত হতে দেখা যায় তাকে। সম্প্রতি আবারো অভিনেত্রী নিজের বোল্ড লুকের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। এবার টেক্কা দিলেন উরফিকেও।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় নেহা মালিক। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত হাতে গোনা নয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৩.৫ মিলিয়ন। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও নিজের ভক্তদের সাথে শেয়ার করে নেন তিনি।

নিজের ভক্তদের কখনোই নিরাশ করেন না নেহা। কারণে অকারণে তাদের সাথে যুক্ত থাকার চেষ্টাও করেন অভিনেত্রী। সম্প্রতি সুইমিং পুলের ধারে বসেই তুলেছেন ছবি, দিয়েছেন বোল্ড পোজও। রইল ঝলক।

ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রী চকলেট রঙের টিউব ব্রা কাটিং একটি শর্ট ড্রেসে দেখা গিয়েছে। খোলা চুলে স্মোকি আই মেকাপ নিয়েছিলেন তিনি। নিয়েছিলেন নুড মেকাপও।

হালকা লিপস্টিকে এদিন নিজের বোল্ড লুকও ক্যারি করেছিলেন তিনি। ছবি তুলেছিলেন বার কাউন্টারে বসেই। বলিউডের গানে বানিয়েছিলেন একাধিক রিল ভিডিও। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে।

 

Leave A Reply

Your email address will not be published.