The news is by your side.

বোনের গায়ে হলুদে ধূমপান করছিলেন অনন্যা, মুহূর্তেই ভাইরাল

0 144

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ছবি। যেখানে দেখা যাচ্ছে বেশ ককটি গ্রুপে মানুষের জটলা। তাদের মাঝে এক তরুণী দাঁড়িয়ে ধূমপান করছেন। একটু খেয়াল করলে বোঝা যায় এই তরুণী অন্য কেউ নন, বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

ভারতীয় গণমাধ্য নিউজ এইট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৪ মার্চ ছিল  অনন্যার খালাত বোন অ্যালেনা পাণ্ডের গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন অনন্যা। সেই অনুষ্ঠানে ধূমপান করার সময়ে ক্যামেরাবন্দি হন চাঙ্কি পাণ্ডে কন্যা।

অনন্যাকে ধূমপান করতে দেখে তা ভালোভাবে নেননি অনুসারীরা। তাই পড়তে হচ্ছে সমালোনার মুখে। অনেকে  ট্রলও করছেন। একজন লিখেছেন, ‘অনন্যা ধূমপান করেন তা কখনো প্রত্যাশা করিনি।’

আরেকজন লিখেছেন, ‘অনন্যা দেখতে সুন্দর, তার ঠোঁট দুটোও চমৎকার। বিশ্বাস করতে পারছি না সে ধূমপায়ী।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিকার অর্থে আমি বিস্মিত! বাহ্যিকভাবে যা দেখা যায়, আসলে তা সত্যি নয়।’

অনন্যা পাণ্ডে ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা।

 

Leave A Reply

Your email address will not be published.