The news is by your side.

বৃষ্টিতে বন্ধ খেলা, দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

0 126

 

তামিম ইকবাল ফেরার পর আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারে তিন চার মেরে বেশ ভালো শুরুর আভাসই দিয়েছিলেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তারা দুজনে মিলে দ্রুতই রান তোলার চেষ্টা করেন।  কিন্তু পরপর ২ ওভারে ২ উইকেট হারায় স্বাগতিকরা। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপরেই হানা দেয় বৃষ্টি। এ কারণে আপাতত বন্ধ আছে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ছিল ৮৪।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধীরস্থিরভাবেই খেলতে থাকে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস। আফগান বোলারদের আটসাট বোলিংয়ে হাত খুলতে পারেননি টাইগাররা। প্রথম ওভার থেকে আসে মাত্র ১ রান।

দ্বিতীয় ওভারে অভিষিক্ত সালিম সাফিকে বাউন্ডারি মেরে হাত খোলার চেষ্টা করলেও পর আবার খোলসে ঢুঁকে গেছেন তিনিও। প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ তোলে মাত্র ২৪ রান। বাউন্ডারি ঐ একটাই।

তামিমের বিদায়ের পর উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন লিটন দাস। একাদশ ওভারের পঞ্চম বলে ফ্রি হিটে হাঁকান ম্যাচের প্রথম ছক্কা। কিন্তু পরের ওভারে টাইমিংয়ে গড়বড় করে ফেলে সাজঘরে ফেরেন এই ওপেনার। মুজিবের বলে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করেন লিটন।

লিটন আউট হওয়ার পরের ওভারে দলের বিপদ বাড়িয়ে সাজঘরে ফিরেছেন শান্তও। মোহাম্মদ নবির লেগ স্ট্যাম্পের ডেলিভারিতে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে শর্ট ফাইন লেগে থাকা মোহাম্মদ সালিমকে ক্যাচ দিয়েছেন ১২ রান করা এই ব্যাটার।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে রানের গতি বাড়ানোর চেষ্টা করেছেন নাজমুল হোসেন শান্ত। লিটন আর শান্ত মিলে পরের ওভারেই তিন বাউন্ডারি মারেন। অবশ্য তার নিজেদের গুটিয়ে ফেলেন সেখানেই।

৪ রানে সাকিব আল হাসান ও ৮ রানে আছেন তাওহিদ হৃদয়। ষোলোতম ওভারের প্রথম বল হওয়ার পরই ঝোড়ো বৃষ্টির কবলে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে। আপাতত মাঠ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে সফরকারী। দলে ফিরেছেন রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবরা। এই ম্যাচে পেসার সেলিম সাফির অভিষেক হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.