The news is by your side.

বুস্টার ডোজের জন্য শিগগিরই মেসেজ পাঠানো হবে,নিবন্ধনের প্রয়োজন নেই: সেব্রিনা ফ্লোরা

0 378

 

করোনার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই, খুব শিগগিরই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার সকালে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মুলাইদগ্রামের এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, সুরক্ষা অ্যাপে কেবল দুই ডোজ টিকার তথ্য অন্তর্ভুক্ত করার ব্যবস্থা আছে। সেখানে তৃতীয় বা বুস্টার ডোজ এন্ট্রি করা যায় না। অ্যাপটি নিয়ে কাজ চলছে। শিগগিরই সবাইকে বুস্টার ডোজ দেওয়া শুরু করা হবে।

মীরজাদী সেব্রিনা আরও বলেন, ‘করোনার পরিস্থিতিতে আমরা সবাই কঠিন সময়টা পার করেছি এবং এখনো করছি। পুরোপুরি পার করে ফেলেছি, এটা আমরা দাবি করতে পারছি না। বেশ কিছু দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। ৯০টির বেশি দেশে নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। এ বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত।’

বর্তমানে দেশে করোনার টিকার সংকট নেই জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বুস্টার দিতে টিকার কোনো সঙ্কট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।’

Leave A Reply

Your email address will not be published.