The news is by your side.

বুরকিনা ফাসোতে বিদ্রোহীর হামলায় নিহত ২৮

0 125

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের দুইটি পৃথক হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোক রয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) নাইজারের সীমান্তবর্তী প্রদেশ সেনোর গভর্নরের পৃথক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।

বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, নাইজারের সীমান্তবর্তী প্রদেশ সেনোর ফ্যালগৌন্তোয় সেনাবাহিনীর একটি কমব্যাট ইউনিটের ওপর অতর্কিত হামলা চালায় বিদ্রোহীরা। এই হামলায় ১০ জন সৈন্য, স্বেচ্ছাসেবক বাহিনীর ২ সদস্য এবং ১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলা শেষ হলে ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জন বিদ্রোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এক পৃথক বিবৃতিতে আইভরি কোস্টের সীমান্তবর্তী বুরকিনা ফাসোর প্রদেশ ক্যাসকাডেসের গভর্নর জিন চার্লস ডিট ইয়েনাপনো জানিয়েছেন, বিদ্রোহীদের হামলার পর ১৫ জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গভর্নর আরও জানিয়েছেন, গত রোববার এ হামলার ঘটনা ঘটে। সশস্ত্র বিদ্রোহীরা ৮ নারী ও ১৬ পুরুষ বহনকারী দুইটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। পরে তাদের থামিয়ে সবাইকে উদ্ধার করা হয়।

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.