ঢালিউড তারকা শবনম বুবলীর গত রোববার জন্মদিন ছিল। দেশের একটি শীর্ষ পত্রিকায় সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে জন্মদিনের উপহার হিসেবে স্বামী শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন।
ওই পত্রিকার সংবাদিকের বুবলীকে প্রশ্ন করেছিলেন জন্মদিনে শাকিব তাকে কী উপহার দিয়েছেন উত্তরে তিনি বলেছিলেন, ‘দেখুন, শাকিব নিজের জন্মদিন নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকে না। ওভাবে সেলিব্রেটও করে না। জন্মদিন উপলক্ষে আমাকে একদিন আগেই উইশ করেছে। গত সপ্তাহে আমাকে সে উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম ডায়মন্ডের নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।’
এসব ঘটনা যাকে নিয়ে সেই শাকিব খান এতোদিন কিছু না বললেও সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেছেন।
শাকিব খান বললেন, ডায়মন্ডের নাকফুল তিনি উপহার পেতেই পারেন। একটা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।