The news is by your side.

বীর মুক্তিযোদ্ধা কুমিল্লার সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান আর নেই

0 117

 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান (৬৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। তাঁর মেয়ে ব্যারিস্টার নাজিয়া হাশেম তানজি এসব তথ্য জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের। প্রতীক বরাদ্দের আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাডভোকেট হাসেম খান ঢাকার বিভিন্ন  হাসপাতালে চিকিৎসা নেন। এর আগে ২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর উপনির্বাচনে তাঁকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিন বছর পর হন সাধারণ সম্পাদক। ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পরে ২০১৮ সালে তাকে করা হয় আহ্বায়ক। ২০১৯ সালে কমিটি গঠন হলে পুনরায় সভাপতি করা হয়। এছাড়াও তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাদ জোহর কুমিল্লা আদালত প্রাঙ্গণে ব্রাহ্মণপাড়া মাঠে, বাদ আছর বুড়িচং আনন্দ পাইলট মাঠে ও বাদ মাগরীব নিজ বাড়িতে জানাজা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.