The news is by your side.

বিয়ে ভাঙছে ভিকি-ক্যাটরিনার?

0 105

বলিউড সরগরম, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের নাকি বিচ্ছেদ আসন্ন! লোকে বলছে, পামেলা চোপড়ার স্মরণসভায় দম্পতি এক সঙ্গে এসেছিলেন। কিন্তু ফেরার পথে ভিকিকে নাকি একা ফিরতে দেখা গিয়েছে। ক্যাটরিনা সঙ্গে ছিলেন না। উপরন্তু। দু’জনের মুখেচোখেই নাকি অপ্রসন্নতার ছাপ! ব্যস, বলিউড দুইয়ে দুইয়ে চার করতে লেগেছে।

শুধু ভিকির একা ফেরা? পাপারাৎজিদের লেন্স বলছে, প্রার্থনা সভাতেও নাকি তাঁরা আলাদা হেঁটে পৌঁছেছেন। ক্যাট নাকি ভিকিকে ছেড়ে বারেবারে এগিয়ে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে নেটিজেনরা অনুমান করে নিয়েছেন, দম্পতির মধ্যে কিছু তো গোল বেঁধেছে।

ফেরার পথে একা ভিকির মুখে নাকি রাগের ছাপ স্পষ্ট। হতেই পারে, পারিবারিক বা পেশাজীবনের কোনও আঁচ সেদিন তাঁদের মুখচোখে ছড়িয়ে পড়েছিল। কিন্তু পাপারাৎজিরা মানতে নারাজ। তাঁরা একই ভাবে রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের মধ্যেকার বিবাদও প্রকাশ্যে এনেছিলেন। ফলে, এবারেও দাবি, তাঁদের ক্যামেরা ভুল দেখেনি।

এরপরেই ইদ পার্টি। সেখানে একা ক্যাটরিনা। ভিকি সেদিন তাঁর সঙ্গে ছিলেন না। এই দিকটিও ছেড়ে দিচ্ছে না বলিউড। তবে কিছু জনের দাবি, সব সময়েই তারকা দম্পতিরা খোশ মেজাজে থাকবেন এমনও কথা নেই। তাঁদের ঘাড়ে অনেক দায়িত্ব।

দিনের শেষে রক্ত-মাংসের মানুষ। তাঁদেরও ভাল লাগা মন্দ লাগা থাকে। সব মিলিয়ে সব সময়েই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে পারেন না। ঠিক যেমন, কিছু দিন আগে দীপিকা-রণবীর পারেননি। পারেননি বলেই তাঁদের বিচ্ছেদের খবরও ঠিক একই ভাবে ছড়িয়ে পড়েছিল আরব সাগরের তীরে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.