The news is by your side.

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর-আলিয়া

0 937

 

 

 

আলিয়া ভাটের সঙ্গে সুপারস্টার রণবীর কাপুরের প্রেমের গুঞ্জন অনেক দিনের। বহু দিন ধরেই বলিপাড়ায় এই ফিসফিসানি যে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই জুটি। তারা বিয়ের পর কাশ্মীরে মধুচন্দ্রিমা যাবেন বলেও দুদিন আগে খবর প্রকাশিত হয়। তবে বিয়ে কবে হবে, দিনক্ষণ কী তা নিয়ে দুই পরিবার মুখে কুলুপ এঁটে বসে আছে।

রোববার হঠাৎ ‘ব্রেকিং নিউজ’ দিলেন বণবীর ও আলিয়া। ভিজ্যুয়াল ইফেক্টসের দীর্ঘসূত্রতার কারণে বারবার আটকে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রটি পেয়েছে মুক্তির দিনক্ষণ।

রণবীর-আলিয়া জানান, তাদের অভিনীত সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৪ ডিসেম্বর। হিন্দির পাশাপাশি দেখা যাবে তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়ও।

‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস। প্রতিষ্ঠানটি অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও আলিয়া, রণবীর ও অমিতাভের ছবি শেয়ার করে জানানো হয় মুক্তির তারিখ।

প্রাচীন অস্ত্র ‘ব্রহ্মাস্ত্র’ খোঁজার গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। যার পরতের পরতে রয়েছে রোমাঞ্চ।

রণবীর-আলিয়া ও অমিতাভের সঙ্গে এই ছবিতে দক্ষিণ ভারতীয় তারকা নাগার্জুনসহ অনেক পরিচিত মুখ অভিনয় করেছেন।

এই সিনেমার সূত্রেই কাছাকাছি হন রণবীর ও আলিয়া। বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ায়। শিগগির তারা বিয়ের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দুই পরিবারই বিয়েতে রাজি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.