The news is by your side.

বিয়েটা দ্রুত করি, মা হওয়াটাও ভুল ছিল: অপু বিশ্বাস

0 198

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থেকে নায়ক শাকিব খান যেদিন দেশে ফেরেন ঠিক সেদিনই ঢাকা ছাড়েন তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। একমাত্র সন্তান আব্রাম খান জয়কে বাবার কাছে রেখে কলকাতায় উড়াল দেন তিনি। সেখানে তার অভিনীত ‘শর্টকাট’ ছবিটি মুক্তির অপেক্ষায়। সেই ছবির প্রচারণায় কলকাতায় যাওয়া তার।

ছবির প্রচারণায় কলকাতা গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলছেন অপু।, দ্রুত বিয়ে করে ফেলেছিলেন তিনি, ভুল করে মা হয়েছেন।

অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা—সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।’

কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর, ‘মা হয়েছি। ভুল করে হলেও…।’

কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘শর্টকাট’। ছবিটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকে।

Leave A Reply

Your email address will not be published.