বিয়েটা করেই ফেললাম: জেনিফার লোপেজ
প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর গাঁটছড়া বাঁধলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক
বেনের সঙ্গে বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর গাঁটছড়া বাঁধলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে বিয়ে করেছেন। বিয়ের খবর নিশ্চিত করেন জেনিফার লোপেজ।
জেনিফার লোপেজ তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল।’
জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক যুগল তাঁদের প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর গাঁটছড়া বাঁধলেন।
২০০২ সালে গিগলি সিনেমার শুটিংয়ের সময় এই যুগলের সাক্ষাৎ। এরপর ২০০৩ সালে তাঁদের বাগদান হয়। তবে এর পরের বছর তাঁদের বাগদান ভেঙে যায়।
২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে।
অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।