The news is by your side.

বিসিবি কর্মীদের জন্য সাকিবের ঈদ উপহার

0 280

 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মীদের  জন্য ঈদ উপলক্ষে ১০ লাখ টাকা দিয়েছেন সাকিব আল হাসান। বিশেষ করে বিসিবিতে কর্মরত অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী এবং মাঠকর্মীদের জন্য বরাদ্দ সাকিবের এই ঈদ উপহার।

বলে দিয়েছেন যেন সবার মধ্যে টাকাটা সমানভাবে ভাগ করে দেওয়া হয়।প্রাতিষ্ঠানিকভাবে কাজটি করা সহজ বলেই হয়তো নিজে এসে সবার হাতে উপহার তুলে দেননি তিনি। সে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বিসিবির কাছে। সাকিবের পক্ষ থেকে এ রকম উপহার এবারই প্রথম হলেও উল্লিখিত কর্মীদের জন্য এটি নতুন নয়। এর আগেও নানা সময়ে তারকা ক্রিকেটারদের অনেকেই নিয়মিত ঈদ উপলক্ষে বড় অঙ্কের উপহার পাঠিয়ে এসেছেন তাঁদের জন্য।

 

Leave A Reply

Your email address will not be published.