The news is by your side.

বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়ার সম্পর্ক অনেক গভীর : জয়শঙ্কর

0 145

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছেন, নয়াদিল্লি ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধু কূটনীতি বা অর্থনীতির বিষয় না, এটি আরও গভীর কিছু।

রাশিয়ায় পাঁচদিনের সরকারি সফররত জয়শঙ্কর সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে ইন্ডোলজিস্টদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধু রাজনীতি, কূটনীতি বা অর্থনীতির বিষয় না। এটি অনেক গভীর কিছু। এ বোঝাপড়া এবং বন্ধনের ক্ষেত্রে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং পন্ডিতদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জয়শঙ্কর বলেন, ভারত ও রাশিয়া সব সময় নতুন সংযোগ ও অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছে।  বুদ্ধিজীবী বিশ্ব একটি পার্থক্য গড়ে তুলতে পারে।

এক্ষেত্রে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ বা সমাজের মাধ্যমে প্রভাবিত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আমাদের একে অপরের সঙ্গে সরাসরি বোঝাপড়া করা দরকার।’

খবরে বলা হয়, বুধবার জয়শঙ্কর মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইউক্রেনে মস্কোর আগ্রাসন চালানো সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে ভারত এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে বলে ভারত মনে করে।

এটি নিয়ে পশ্চিমা অনেক দেশে অস্বস্তি বাড়লেও ভারতের রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি অনেক বেড়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.